জবি প্রতিনিধি: সনাতন বিদ্যার্থী সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্ময় সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্ত সরকার মনোনীত হয়েছেন। গত ১৪ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন সুজন চন্দ্র বর্মণ, পাঁপড়ি বর্মণ, অপু রানী পিংকি, প্রান্ত সাহা সৌরভ,পূরবী দাস,পঙ্কজ সরকার,অনিন্দ্য দাস, সুপ্রভা বিশ্বাস, রিয়া বিশ্বাস,অন্বেষা দেবী,স্বপ্নাশীষ গোপ এবং পূজা বিশ্বাস রয়েছেন।
কার্যকরী সভাপতি হিসেবে অংকন কর্মকার এবং সহ-সভাপতি হিসেবে আছেন কিংকর ঘোষ,প্রাপ্তি নন্দী প্রিয়া,জয়া নাইডু,রাহুল চৌধুরী, মৌমিতা বালা, নিবিড় জয় ধর, রনি মহন্ত এবং অভিজিত সরকার।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাথী খালকো, অংকিতা সরকার পূজা,উজ্জ্বল চন্দ্র দাস,অর্ক বিশ্বাস,তুফান চন্দ্র রায়, উদ্দীপ দে পার্থ ও জনি চন্দ্র পাল আছেন।
সাংগঠনিক সম্পাদক পাপুন চন্দ্র অধিকারী এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন তীর্থ ঘোষ, সনদ রায়,সুমন কুমার,সুবোধ দাস ও বিপ্লব পাল।
কোষাধ্যক্ষ অন্তর কুমার শীল, সহ-কোষাধ্যক্ষ গোপাল বিশ্বাস ও স্বাধীন রায়,দপ্তর সম্পাদক রুবেল দাস,উপ-দপ্তর সম্পাদক বিক্রম রায়,স্কন্দ প্লাবন বর্মণ ও প্রান্তুশ দাস,প্রচার সম্পাদক শান্ত কুমার,উপ-প্রচার সম্পাদক রূপ কুমার সরকার ও শাওন বিশ্বাস,ধর্মচক্র বিষয়ক সম্পাদক সাথী বালা, উপ-ধর্মচক্র বিষয়ক সম্পাদক সুজিত দাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুলগ্না চক্রবর্তী, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নৃপেন বাড়ৈ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিশা বৈরাজী, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃষিকেশ দাসগুপ্ত, আন্ত:শাখা বিষয়ক সম্পাদক সুব্রত বিশ্বাস,উপ-আন্ত:শাখা বিষয়ক সম্পাদক পিনাক দেবনাথ এবং বৈদিক কর্মশালা বিষয়ক সম্পাদক পদে অনিক দাস রয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন অনুষ্কা ভট্টাচার্য, আকাশ মন্ডল, বিকাশ ঘোষ,সুপ্রিয়া সাহা,মুনমুন সাহা,গৌরাঙ্গ সরকার,বিধী রাণী দাস,রিমন কান্তি দে,অত্র সাহা,তনয় সরকার,অনামিকা রানী দাস বর্ষা,হৃদয় কুমার কানু,আকাশ পাল,টনি বিশ্বাস,সুপ্রিয়া দে বৃষ্টি,প্রিয়া রানী দাস,অজয় পাল, দীপ্ত কুমার রায়, তন্ময় সাহা তলিন,দিপক সরকার দিপু,উর্মিলা সরকার অর্থী,দেবরাজ কর্মকার,সূর্য কুন্ড,প্রত্যয় দেবনাথ, মানমী সাহা, নয়ন কুমার দে, অমিত মাহাতো, অর্পিতা দাশ পূজা, অপূর্ব কর্মকার, চয়ন শিকদার,পৃথিলা দোলা, সুরেন চন্দ্র,প্রাপ্তি কনা দাস,তুলি দত্ত,রূপা দে,সিথি দাস,পূজা রানী ঘোষ,উৎপল বাড়ৈ,পূরবী বিশ্বাস,তৃনা রানী দাস এবং অভিজিৎ সেন।
পাশাপাশি আছেন অদিতি দাস প্রজা,সৌখিন সাহা,মম মন্ডল, মৌমিতা পাল, পূরবী বিশ্বাস,ডালিয়া মিত্র,প্রমা ঘোষ,প্রিয়ন্তি দে,অর্পা ঘোষ,পূজা রানী মন্ডল, অগ্রদ্রুতি স্নেহা,সুমন কর্মকার,মিলা দে,পবন কুমার সাহা,অর্পিতা মজুমদার, দুর্জয় পাল, দেবশ্রী পোদ্দার,সৌমিত্র রায়,সোমা বিশ্বাস,সাগর দত্ত,মুন রানী, অন্তর দেবনাথ, ভবনী পাল,নিরব কুমার,শিল্পী রায়,অর্নব দত্ত,সৌরভ চন্দ্র,কল্যান চন্দ্র সিংহ,সুমন কর্মকার,উৎসব বর্মন,আকাশ চন্দ্র,সৃষ্টি সরকার, উর্মিলা বর্মন,বৃষ্টি দাস,শ্রাবনী,দিগন্ত বিশ্বাস,মুক্তা,কৌশিকী সাহা,শিপন,পুলক মজুমদার, ভোলানাথ, পৃথ্বীরাজ সরকার, প্রান্ত, হরিপ্রসাদ পাল, সঞ্জয়,স্মৃতি পাল এবং সুনিল চন্দ্র।
এছাড়াও দেবদাস অধিকারী, তন্ময় রায়,সুপ্রিয়া দে,রিম্পা দে,দিপ্ত শীল বাধন, প্রতাপ রায়, তৃষ্ণা বিশ্বাস,অর্পিতা দাস,সেতু মিত্র,বিশ্বজিত কুমার,তন্ময় মিত্র,তুফান চন্দ্র,স্মিতা দেবনাথ,রুদ্র দেবনাথ,ননেশ্বর ত্রিপুরা,প্রত্যাশা দেব,অশেষ কুমার,প্রশান্ত কুমার,পূজা বর্মন,অর্পিতা বিশ্বাস,পুষ্পা চক্রবর্তী, শ্রাবনী,সবুজ কুমার,তন্ময় মৃধা ও পপি দাস আছেন কার্যকরী সদস্য হিসেবে।
নতুন কমিটির সভাপতি তন্ময় সরকার বলেন, আমাকে সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন করায় প্রথমেই আমি সংগঠনের সকল সিনিয়র, জুনিয়র, বিগত কমিটির সকল সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং সংগঠনের সাথে জড়িত অন্যান্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একজন সনাতনী হিসেবে সনাতনীদের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি নিজে খুবই ধন্য এবং গর্বিত। সনাতন বিদ্যার্থী সংসদ সনাতন ধর্মের সঠিক জ্ঞান আহরণে উৎসাহিত করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে উৎসাহিত করে থাকে৷ এখনো সেই ধারা বজায় থাকবে।
কমিটির সাধারণ সম্পাদক অনন্ত সরকার বলেন, সংগঠনের সাথে যুক্ত হতে পারা বরাবরই নতুনত্বের অনুসন্ধান৷ সেক্ষেত্রে ধর্মীয় সংগঠন আত্মিক উন্নতির এক অন্যতম ধাপ। সেই লক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদের মহৎ উদ্যোগের অংশীদার হতে পারা, ঈশ্বরের পরম করুণা। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক ভারসাম্য রক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয় সাধন করা থাকবে অন্যতম উদ্দেশ্য।