সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা: আশীষ চক্রবর্তী সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৪ আগস্ট) বিকালে সরাইল প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে এই সভা করেন।
তিনি বলেন, আমি সরাইলের সন্তান, সরাইল আশুগঞ্জ উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই,ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়নের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন যাবৎ শিক্ষা,স্বাস্থ্য নিয়ে কাজ করি। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য ও জননিরাপত্তা নিয়ে ব্যাপক কাজ করবো।
বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য,ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদর ইউনিয়নের বাসিন্দা তিনি।
সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলের সঞ্চালনায় এসময় সরাইল প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর উদ্যোগে ইউনিভার্সেল মেডিকেল কলেজের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে সরাইল সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোয় আগামীকাল জনসাধারণের জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। একই সাথে দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।