নিউজ ডেস্ক: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের দিক নির্দেশনায় কল্যাণপুর হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও খাদ্য প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
২৯ এপ্রিল (শুক্রবার) কল্যাণপুর হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৬০ জন ছাত্রকে ইফতারি ও খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শ্যামনগর সদর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুর রহমান আসিফসহ আরো ছাত্রলীগের সাধারণ সদস্য।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন এস এম মোবাইল কেয়ারের এম ডি মাসুম।
এসময় ছাত্রলীগ নেতা আহসানুর রহমান আসিফ বলেন,ছাত্রলীগ সবসময় অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থাকে ও থাকবে। সেই ধারাবাহিকতায় আজ আমারা এই ইফতারি ও খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি ভবিষ্যতেও শ্যামনগর উপজেলা ছাত্রলীগ সবার পাশে থেকে কাজ করে যাবে।