ডেস্ক নিউজ: ১৯৭১ সাল যে মহান নেতার তর্জনির ইশারায়, দড়াজ কন্ঠের স্লোগানে জীবন বাজি রেখে লাখো মানুষ নেমেছিলো মুক্তিযুদ্ধে সেই মানুষটিকে এদেশিয় হায়নারা নির্মম ভাবে হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগাস্ট গুলিতে ঝাঝরা হয়ে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ পরিবারের একাধিক সদস্য।
দেখতে দেখতে বহু বছর কেটেছে। তবে মহান নেতার মৃত্যুতে এখনো শোকে বিহ্ববল হল দেশপ্রেমিক মানুষ। বাংলাদেশের ইতিহাসে কলংকময় একটি দিন ১৫ আগাস্ট।
প্রতিবছর এই দিনটিতে আওয়ামীলীগের নেতাকর্মীরাসহ দেশপ্রেমিক মানুষ নিজ উদ্যোগে দোয়া মাহফিল নানান আয়োজন করে থাকেন। এবারও হয়নি ব্যতিক্রম।
এবারের জাতীয় শোক দিবসে উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর অন্তর্গত মতিঝিল থানা ছাত্রলীগ এর প্রচার সম্পাদক সম্পাদক ইরাম আল ইত্তিহাদ রাতিন ঢাকা মহানগর দক্ষিণ এর প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে মাস ব্যাপী ভাসমান অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে।