আর কি আসিব ফিরে!
নদী তীরে কাঁশবনের দোল খাওয়া
মাঠে মাঠে শর্ষে ফুলের হলুদিয়া মেলা
জলের বুকে রুপালী ঢেউ খেলা
আর কি হবে দেখা ঘুমিয়ে গেলে চিরঘুমে।
কে দিবে জাগিয়ে চেতনে মন পুড়াতে কৃষ্ণচুড়ার আগুনে
উদাসী কুকিলার কুহু ডাক শুনিতে
বাসন্তী রুপে মজিতে।
একদিন হারিয়ে যাবো
মহাকালের স্রোতে ভেসে না ফেরার দেশে
তবুও মন খুঁজে ফিরবে –
কাঁশবন,রুপালীজল,শর্ষে ফুল,মায়াবী নদীর কুল।
লেখক: শেখ সিরাজুল ইসলাম,সাংবাদিক
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]