শেখ সিরাজুল ইসলামের কবিতা জীবনতো কেবলই স্টেশন বদল করা

চলতে চলতে একদিন

থেমে যায় সাধের জীবন
স্টেশনে পৌঁছলে যেমন থেমে যায় ট্রেন!
অনিশ্চিত গন্তব্যের যাত্রী আমি
অজান্তেই পাড়ি দিবো পারের খেয়া
জীবন মানে মহাকালের কাছে
ক্ষণিক সময় চেয়ে নেয়া!

জমিনে বসত করে চাঁদের খবর জানা মানুষের এ কেমন ব্যর্থতা!

নিজের খবর নিজেই জানেনা।

অতি সংক্ষিপ্ত জীবনে খোঁজে পায় শত সহস্র বছর কালের পৃথিবীর বিস্ময়কর ঘটনা!
এত কিছু জানে মানুষ; জানেনা শুধু নিজের সময় সীমা!

নিজের গড়া প্রাসাদের ইট খসে পড়ার
আগেই মুছে যায় যাপিত জীবনের স্মৃতিচিহ্ন
রেখে যাওয়া সব স্মৃতি বিলীন হওয়ার আগেই স্বজনদের হৃদয় থেকেও হারিয়ে যায় মানুষ।

স্বাদের মানবজনম সবাই বলি
তবে জীবনের স্বাদ ক’জনার ভাগ্যে জুটে?
আমার কাছে মনে হয়
– জীবনতো
স্টেশন বদল করা ছাড়া আর কিছুইনা!

লেখক: শেখ সিরাজুল ইসলাম, কবি ও সাংবাদিক 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

মো: জেহাদ উদ্দিনের কবিতা গ্রাম

আমাদের ছোট বেলা ছিল এক গ্রাম বর্ষার জলে মোরা নাও দৌঁড়াতাম। সবুজ শ্যামল ছায়ে ছিল …

error: Content is protected !!