শেখ সিরাজুল ইসলামের কবিতা স্মৃতির শহরে তুমি নেই প্রিয়তমা

স্মৃতির শহরে তুমি নেই প্রিয়তমা

তোমার সাথে আমার যাপিত ভালো বাসার দিনগুলিতে,
সেই মাহেন্দ্রক্ষণে দু’জনে রাজধানী শহরে ঘুরে বেড়িয়েছি যখন যেখানে।

চিড়িয়াখানা,
বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান,রমনাপার্ক সহ সব কিছু আছে আগের মতোই।

শুধু তুমি নেই, আছে স্মৃতির শহর! তুমি নেই আছে শহরজুড়ে উড়াল সড়ক আর উড়াল সড়ক,
জানো যে জায়গায় হেঁটে হেঁটে কেটে গেছে বেলা
আজ চেনার কোন উপায় নেই,
বদলে গেছে দৃশ্যপট, আজকের
এই শহর যেন অত্যাধুনিক জনপদ!
আমাদের দাঁড়ানোর জায়গায় বর্তমানে ঠাঁই দাঁড়িয়ে আছে উড়াল সেতু আর উড়াল সেতু সেই সাথে শহরময়
মনোরম স্থাপনা!
বিশ্বাস করো আমার কাছে মনে হয় এই যেন সেদিনের কথা!
সময়ের হিসেবে অল্প দিনের গল্প মনে হলেও
ছোট্র জীবনের হিসাবে দিনতো গড়ালো অনেক!
তুমিহীনা এই শহর আমার কাছে লাগে এক দুঃসহ স্মৃতির বহর
আর কতকাল বয়ে যাবো চোখে জলের নহর!
তোমাকে ভুলতে দাও
আমার প্রিয়তমার স্মৃতির শহর!

লেখক: শেখ সিরাজুল ইসলাম,কবি ও সাংবাদিক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

মো: জেহাদ উদ্দিনের কবিতা গ্রাম

আমাদের ছোট বেলা ছিল এক গ্রাম বর্ষার জলে মোরা নাও দৌঁড়াতাম। সবুজ শ্যামল ছায়ে ছিল …

error: Content is protected !!