শেখ সিরাজুল ইসলামের কবিতা হলুদিয়া পাখি

হলুদিয়া পাখি

উড়ে যাওয়া পাখির সন্ধ্যান পেয়েছে
কি কেউ কখনো
কোন নবান্নের দিনে উড়ে গেছে যে হলুদিয়া
খুঁজেছি মেঘনা,তিতাস,ব্রহ্মপুত্র,শীতলক্ষ্যা
আরো কত নদী-হাওর আর নবান্নের মাঠে মাঠে।

আসলে বনের পাখি হোক আর মনের পাখিই হোক
উড়াল দিলে কি ধরে রাখা যায়
অসীম শূন্যে হারালে কি খোঁজে পাওয়া যায়!

আজোকি মুক্ত আকাশে উড়ে
নাকি বিরহ ব্যথায়
মরা ডালে বসে ডানা ঝাপটায়
প্রিয় হলুদিয়ারে একদিন যেন তোর দেখা পাই
ফিরবে কি কোন নবান্নের দিন
শোধিতে ভালবাসার ঋণ!

লেখক: শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

মো: জেহাদ উদ্দিনের কবিতা গ্রাম

আমাদের ছোট বেলা ছিল এক গ্রাম বর্ষার জলে মোরা নাও দৌঁড়াতাম। সবুজ শ্যামল ছায়ে ছিল …

error: Content is protected !!