শিশুদের চুমু দেওয়া কি ঠিক?

মুহাম্মদ রায়হান আদনানঃ নবজাতক বা শিশুদের kiss বা চুমো দেওয়া কোমলমতি শিশুদের ইমিউনিটির জন্য খুবই মারাত্নক! আমাদের দেশে শিশু বাচ্চাদের আদর করে kiss করে,এতে শিশুরা নানান রোগে সংক্রামিত হওয়ার সম্ভবনা থাকে।

Airdroplet ( ড্রপলেট) ডিজিস (টিবি,করোনা ভাইরাস,চিকেন পক্স ভাইরাস, ইন্টারভাইরাস, নরোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাই অন্যান্য) সহজেই আক্রান্ত হতে পারে।

কারণ Airbone রোগ গুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে Spread হয়। আপনজন ও আত্বীয় স্বজন যখন আদর করে শিশুদের মুখের নিকটে চুমো দেয়, এতে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শিশুদের ফুসফুসের সহজেই রোগব্যাধি প্রবেশ করতে পারে।

তাছাড়াও মুখের স্যালিভা (থুথুর) মাধ্যমে ভাইরাল রোগ ছড়ায় (যেমন হেপাটাইটিস) চুম্বন কারী ব্যক্তির যদি হেপাটাইটিস (লিভার প্রদাহ থাকে) যেই শিশুকে চুমু খাবে সেই শিশুর লিভারের রোগ হতে পারে।

শিশুদের চুমু দেওয়ার ফলে ইমিউন সিস্টেম এর উপর প্রভাব ফেলে, এতে ইমিউনিটি হ্রাস পেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।

প্রশ্ন শিশুদের মুখ ব্যাতীত অন্য কোথাও কি kiss করা যাবে?

শিশুদের শরীরের কোথায়ও চুমু দেওয়া যাবে না,
কারণ শিশুদের হাতে দিলেও, শিশুরা হাত মুখে নেয়।

প্রশ্ন শিশুর মা-বাবা কি চুমু দিতে পারবে?

কেউ দিতে পারবে না, সংক্রামিত Airborne রোগ গুলো সবার মাধ্যমে ছড়াতে পারে।তবে কিছু স্টাডিতে দেখা গেছে সুস্থ মায়েরয়া তাদের বাচ্চাদের আদর করতে পারবেন।

প্রশ্ন শিশুদের কি অন্যর মুখের খাবার খাওয়ানো যাবে?

কখনোই খাওয়ানো যাবে না,
অন্যর মুখের খাবার বা মায়ের মুখের খাবার ও দেওয়া যাবে না,কারণ খাবারের সাথে মিশে থাকা স্যালিভার মাধ্যমে রোগ ছড়াতে পারে।
যেমন হেপাটাইটিস,এইচআইভি।

শিশুদের স্পর্শ করার আগে অবশ্যই হাত ধৌত অথবা হ্যান্ড স্যানাটারি করে স্পর্শ করা উচিৎ।শিশুদের চুমু দেওয়া বন্ধ করুন,
আপনার শিশুর যত্ন নিন,
শিশুদের স্ট্রং ইমিউনিটি গঠনে সহায়তা করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

পুনাকের শীতবস্ত্র উপহার পেলেন ৮০০ শীতার্ত

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে শীতবস্ত্র (কম্বল) উপহার পেলেন প্রতিবন্ধী দুঃস্থ …

error: Content is protected !!