শিবপুর প্রেসক্লাবে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মেহেরনিগার, নরসিংদী শিবপুর প্রতিনিধি :শিবপুর প্রেসক্লাব কার্যনির্বাহী (২০২১-২০২৩)পরিষদ এর নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ৫ জুন) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হারুনুর রশীদ খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন মিয়া, শিবপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, শিবপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঁইয়া জুয়েল।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।

শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।তিনি বলেন,নির্বাচিত কমিটি সহ প্রেসক্লাবের সকল সদস্যদের এক্যবদ্ধ হয়ে কাজ করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহবান জানান। এছাড়াও প্রেসক্লাবের নিজস্ব অফিসের জন্য জায়গা ও বিভিন্ন সরঞ্জামাদি দেয়ার আশ্বাস দেন তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিফাত রাখিল, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, রাব্বানী ভূঁইয়া সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!