শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন

কুবি প্রতিনিধি: শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করে।রোববার (৩০ মে) সকাল ১১টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’, ‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’-এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই আমাদের দাবি অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।’

প্রসঙ্গত, দফায় দফায় বাড়ানো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সর্বশেষ ব্রিফিং অনুযায়ী আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!