শিক্ষানুরাগী ও প্রবীণ আওয়ামীলীগ নেতা শামসুজোহা খান আর নেই

শুভাঢ্যা ইউনিয়ন প্রবীণ আওয়ামীলীগ নেতা ও শিক্ষানুরাগী হাজি মোঃ শামসুজোহা খান আর নেই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না….. রাজিউন ।

তার বয়স হয়েছিল (৮৩)বছর।আজ ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯টায় শুভাঢ্যা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইকুরিয়া জমিদার বাড়ি তার নিজ বাড়িতে হৃদরোগ জনিত কারনে , শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামসুজোহা খান বার্ধক্যজনিত কারণে প্রায় এক বছর অসুস্থ ছিলেন। মরহুম শামসুজোহা খান , গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও মুক্তিযোদ্ধা সংগঠক, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ কয়েকটি স্কুল, কলেজ এর সভাপতি ছিলেন।

মৃত্যুকালে ১ছেলে ও তিন মেয়ে নাতি-নাতনী, আত্নীয় স্বজনসহ বহুগুনীজন রেখে গেছেন। বিকেলে (বাদ আছর) ইকুরিয়া সলিম ব্যাপারী জামে মসজিদ জানাজা শেষে ইকুরিয়া কবরস্থানে লাশ দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!