পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর অ্যালামনাই এসোসিয়েসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী বুধবার গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মহসীন কবির, অধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান, উপদেষ্টা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন। অনুষ্টানে সভাপতিত্ব করেন গোপাল সরকার, সভাপতি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন।
পরিচালনা করেন ইমরান খান ইমু, সাধারণ সম্পাদক সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুর রহমান খান কোষাধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন। পঙ্কজ ব্যানার্জী,অসিম দেব, রাসেদ খান,লিটন সরকার,জহির আলম,সুমা দত্ত নদী, সৌরভ কুমার, এ্যাড মিনু,আক্তারুজ্জামান রুবেল, পিএস আপন সহ আরও অনেকে।