লালপুর (নাটোর) প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এসরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নাটোরের লালপুরে গণসংযোগ করেন নাটোর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল।
বুধবার (২৪মে) বিকাল হতে রাত ৮ টা পর্যন্ত লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেন তিনি।
এসময় আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, এই সরকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পদ্মাসেতু সহ অনেক মেগা প্রজেক্ট সম্পন্ন হয়েছে, আরো নির্মাণ কাজ চলমান রয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তাই এদেশে মানুষকে ভালো রাখতে বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের দাঁতভাঙা জবাব দিয়ে শেখ হাসিনাকে আবারো যেকোন মূল্যে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।