লালপুরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ করেন যুবলীগ নেতা উজ্জ্বল

লালপুর (নাটোর) প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এসরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নাটোরের লালপুরে গণসংযোগ করেন নাটোর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জল।
সোমবার (২৫ জুন) বিকাল থেকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর, এয়ারপোর্ট মোড়সহ তার আশেপাশের বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, জাতীয় সংসদে অনেকেই প্রার্থী হতে পারে। যারা প্রার্থী হয়েছেন তাদের সবারই কোন না কোন যোগ্যতা রয়েছে। এটা নিয়ে নিজেদের মধ্য কাঁদা ছুড়াছুঁড়ির কিছু নেই। কারণ জননেত্রী শেখ হাসিনা একটি সেমিনারে বলছেন শতফুল ফুটতে দিন, আমি সবচেয়ে ভালো ফুলটি বেছে নিবো। যে প্রার্থীর যোগ্যতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ হবে তাকেই তিনি মনোনয়ন দিবেন। যে যার মতো প্রচারণা করছি। আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে রাজপথে রয়েছি। আমি নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করছি এতে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি, তারা আগামী সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে পরিবর্তন চান। আমি মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অবহ্যত রেখে সাধারণ মানুষকে নিয়ে লালপুর বাগাতিপাড়ায় উন্নয়নে কাজ করতে চাই।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!