লালপুরে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে লালপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৭ অক্টোবর) লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহেল সাফি টুকু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন, লালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

নাটোর-১ আসনে মনোনয়ন পত্র কিনেছেন ২২ জন!

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগ ও ১৪ …

error: Content is protected !!