লালপুরে মাদ্রাসায় অবৈধ ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সজিবুল হৃদয়: নাটোরের লালপুর উপজেলার নেঙ্গপাড়া দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূত ভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে অত্র মাদ্রাসা অভিভাবকরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি লিখিত বক্তব্যে বলেন, বর্তমান কমিটির মেয়াদকাল শেষ না হলেও স্থানীয় সংসদ সদস্য ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামানের ছেলে রাসেল আহমেদকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি করতে ডিও লেটার প্রদান করেছেন। নির্বাচিত অভিভাবক সদস্যদের কাউকে কিছু না জানিয়ে গোপনে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন চাই। কিন্তু গোপনে ভোট না দিয়ে বিএনপি নেতাদের সম্পৃক্ত করে এমপি দলের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল। এমন অপকর্ম রোধে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এসময় বর্তমান কমিটির অভিভাবক সদস্য গোলাম হোসেন,অভিভাবক আলী হোসেন সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ওই মাদরাসার সুপার মোজাম্মেল হক বলেন, এমপি মহোদয় ডিও লেটার দিয়ে কমিটি করেছেন। এখানে আমার কিছু করার নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!