লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় শিশু নিহত

নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে রাহি (৫) নামের এক শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকনাজিরপুর-রায়পুর সড়কের চকনাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রাহি একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহিসহ কয়েকজন শিশু বাড়ী পাশ্বে ছোট সাইকেল নিয়ে খেলছিল এসময় রায়পুর থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝাই ট্রাকরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!