ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমান।
রোববার (১২ জুন) বাদ আসর উপজেলার আব্দুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আব্দুলপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর করিমপুর রেলগেটে শান্তিপূর্ণ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য শেষ হয়।মিছিল চলাকালীন অবস্থায় আব্দুল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এস আই নিজাম বাধা প্রদান করেন । নিউজ সংগ্রহ করার সময় এস আই নিজাম , ছিবিল ড্রেসে থাকা ২জন কনস্টেবল সাংবাদিক এর সাথে খারাপ আচরণ করেন ।।
সমাবেশে বক্তব্য রাখেন, আরিফুর রহমান, আতিকুর রহমান , হাফেজ মাওলানা ইয়াসিন আলী, হাজী শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, ছানোয়ার হোসেন সুজন প্রমূখ।
এসময় বক্তারা জানান, শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান। এমন ঘটনায় ভারতীয় পন্য বয়কটের ঘোষণা দেন বক্তরা।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালপুরে বিক্ষোভ
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]