লালপুরে ভোক্তার অভিযানে প্রসাধনী ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের লালপুরে বাজার তদারকি অভিযানে আমদানিকারকের স্টিকার না থাকায় নাজিম উদ্দিন নামে এক প্রসাধনী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৩ জানুযারি) দুপুরে লালপুর বাজারে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করে।
এবিষয়ে তিনি জানান, দুপুরে লালপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকার না থাকায় জান্নাতুল এন্ড আলিফ কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় স্থানীয়দের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!