লালপুরে বিশেষায়িত শিক্ষকদের মিলনমেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনব্যাপী উপজেলার গ্রীণভ্যালী পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এসময় লালপুর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মেতালেব সরকার, কুষ্টিয়া ম্যাটসের প্রভাষক ডাঃ মোঃ আক্তারুজ্জামান, বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল আভা প্রমূখ।

এবিষয়ে সিমানুর রহমান বলেন, আমরা যে কর্মক্ষেত্রে রয়েছি এখানে আমরা অধিকাংশ সময় হতাশার মাঝে থাকি। এ হতাশা থেকে বের হতে রাজশাহী বিভাগে এই প্রথম আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে থেকে আমরা প্রত্যেকটি বিশেষায়িত স্কুলকে সরকারিকরণ বা এমপিও ভুক্ত করার দাবি জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!