লালপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৩৭ গৃহহীন পরিবার

আতিকুর রহমান: নাটোরের লালপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে ৩৭ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন। এর মধ্যে লালপুরে ৯৬ লাখ ১হাজার ৫শ টাকা ব্যয়ে ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে হাতে গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তাজা লিলি প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!