সজিবুল হৃদয়, স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে হিরোইন, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুজিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসাদুল ইসলাম, শান গ্রামের জয়নাল সরদারের ছেলে আব্দুল্লাহ আল সবুজ, নেংগপাড়া গ্রামের মৃত মোয়াজ্জম হোসেনের ছেলে মোক্তার হোসেন, উত্তর বাওড়া গ্রামের হযরত আলীর ছেলে আল আমিন, বিদিক মোড় গ্রামের বাবলুর ছেলে সোহেল, ঈশ্বরদী উপজেলার নূরমহল গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে হেলাল।
এজহার সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার নারায়ণপুর, কচুয়া, কেশববাড়ি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম হিরোইন সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ১২ মাদক মামলার আসামি জাহিদুল, ১০ মামলার আসামি মোক্তারসহ তাদের সহযোগিদের মাদকসহ গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।