নাটোরের লালপুরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উঠান বৈঠক করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বিলশলিয়া গ্রামে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এউঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী সাধারন মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন।
এসময় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএমএম হাসান তুহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম ফরিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম,সহ-সভাপতি, গোলাম মোস্তফা বাদশা, আজাদ হোসেন, আব্দুর রহিম প্রমূখ।