লালপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইসাহাক আলীর উঠান বৈঠক

নাটোরের লালপুরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উঠান বৈঠক করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বিলশলিয়া গ্রামে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এউঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী সাধারন মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন।

এসময় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএমএম হাসান তুহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম ফরিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম,সহ-সভাপতি, গোলাম মোস্তফা বাদশা, আজাদ হোসেন, আব্দুর রহিম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!