লালপুরে কর্ণেল রমজান আলীর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে ২নং ঈশ্বরদী ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়েনের সাদীপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন ২নং ওয়ার্ডের বঙ্গবন্ধ প্রবীণগীলের সভাপতি আয়ুব আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২নং ঈশ্বরদী ইউনিয়েনের আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম , দুয়ারিয়া ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি সাহাবুদ্দিন, জেসমিন আক্তার, আবু জাফর মির্জা প্রমুখ। এবং সেই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।

আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পলন করা হয়। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!