লালপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

নাটোরের লালপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার লালপুর ডিগ্রী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির নেতা ব্যারিস্টার আশিক হোসেন।
এছাড়া সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলামের সভাপতিত্বে নাটোর জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল গনি, নাটোর জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক আল-আফতার খান সুইট, গোপালপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক রাশেদুল ইসলাম প্রমূখ।  
সভায় বক্তারা এরশাদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

টেকনাফে এবার একসাথে ৭ জন স্থানীয় অপহৃত!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের জাহাজপুরা পাহাড় থেকে ৭জন স্থানীয় তরুণ-যুবক, বৃদ্ধকে ধরে নিয়ে গেছে …

error: Content is protected !!