আতিকুর রহমান (আতিক)লালপুর : নাটোরের লালপুরে ইয়াবা সহ মনোয়ারা বেগম (৩৫) নামে এক মহিলা কে আটক করেছে লালপুর থানা পুলিশ ।
লালপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের এস,আই সামসুজোহা এবং এ,এস,আই মাসুদ রানার নেতৃত্বে উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া গ্রামে একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নারী পুলিশের সহায়তায় সন্দেহভাজন আমিনুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগমের দেহে তল্লাশি করে ১০ পিছ ইয়াবা উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, আটককৃত মনোয়ারা বেগম ও তার স্বামী আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।