লকডাউন বাস্তবায়নে মাধবপুরে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

 

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ১৪ মামলা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট ইমাম সহ সেনাবাহিনী সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!