শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ১৪ মামলা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট ইমাম সহ সেনাবাহিনী সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে।