লকডাউনের প্রথম দিনে ত্রিশালে ১৩ মামলায় জরিমানা

 

রাকিবুল হাসান সুমন,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে ১৩ মামলায় ১৮ হাজার পাচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত কল্পে বৃহস্পতিবার সকালে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলামের নেতৃত্বে মাস্ক পরিধান না করে বাহিরে বের হওয়া,কোনো যোক্তিক কারণ ছারা বাহিরে বের হওয়া,অনুমতি ব্যতীত দোকানপাট খোলা রাখা,অনুনমোদিত যানবাহন চালনা,স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা,অহেতুক চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ায় এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,জনস্বাস্থ্য সুরক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!