র‍্যাবের অভিযানে শনির আখড়া বিটিআরসির অনুমোদনহীন বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার

রাজধানী ঢাকার শনির আখড়ায় র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অনুমোদনহীন মোবাইল উদ্ধার করেছে। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।  গতকাল ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ শনির আখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়

অভিযানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ০৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হচ্ছে, মোঃ অহিদুল ইসলাম (২৩), মোঃ রুবেল (২৮), মোঃ দেলোয়ার (২৮) ও রুবেল (২৪) । এসময় তাদের নিকট হতে বিটিআরসি’র অনুমোদনহীন মোট ৭৮ (আটাত্তর) টি মোবাইল সেট ও ৩৫ (পঁয়ত্রিশ) টি মোবাইল চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা

উল্লেখ্য র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ডাকাতি, ছিনতাইকারীসহ চোরাই মোবাইল উদ্ধারের ব্যপক অভিযান চালিয়ে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। …

error: Content is protected !!