রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ফেরদৌসী তামান্না,জবি প্রতিনিধি: রিকশা থেকে পড়ে জিনিয় জয়া নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি স্ট্যামফোর্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন। জিনিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার তার বন্ধু ওয়াশিম কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৩শে সেপ্টেম্বর (রোজ শুক্রবার)ধানমন্ডির ১ নম্বর রোডে রিকশা থেকে নামতে গিয়ে শাড়িতে বেঁধে পড়ে গুরুতর আহত হন।এসময় তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়। তিন দিন আইসিইউতে থাকার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জিনিয়া জয়া বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, জিনিয়া জয়ার মৃত্যু নিয়ে একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিসিএস পরিক্ষা দিচ্ছেন টেকনাফের আরাফাত, ফেইসবুকে দোয়া কামনা!

সংবাদ বিজ্ঞাপ্তি: আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম …

error: Content is protected !!