রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) রছুল্লাবাদ বাজার ও আশেপাশের বিভিন্ন এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে রছুল্লাবাদ বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সকলের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপস্থিত সবাইকে ছাত্রলীগের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন ‘৮০ দশকের সাবেক ছাত্রনেতা ও নবীনগর সরকারী কলেজের সাবেক জিএস জনাব ডা: শফিকুর রহমান, রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদেরকম দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও রছুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মো: আলী আকবর, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি ও রছুল্লাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব আবু কাউছার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন আহামেদ মাষ্টার। আরও উপস্থিত ছিলেন রছুল্লাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আজিজ রানা ও উপজেলা শ্রমীকলীগের আহ্বায়ক কমিটির সদস্য হান্নান মেম্বার প্রমুখ।

রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিয়ান শাকিল বলেন, আমাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে। আমি ছাত্রলীগের রাজনীতি বুকে ধারণ করেছি। দীর্ঘ দেড় যুগ পর রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে৷ তাই এই ইউনিয়নে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দ বিরাজ করছে৷ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগ কাজ করে যাবে৷ সবার দোয়ায় আমরা এগিয়ে যাব।

প্রসঙ্গত, গত ৮মে ইয়াছিন নুর আজাদকে সভাপতি ও আরিয়ান শাকিলকে সাধারণ সম্পাদক মনোনীত করে রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি (আংশিক) অনুমোদন দেন নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ.লীগের কর্মী সভা

সজিবুল হৃদয়: নাটোরের লালপুরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মে) বিকাল …

error: Content is protected !!