যোগ্য প্রার্থী হাজী নাসির উদ্দিনকে ৯ নং ওয়ার্ডের মেম্বার হিসাবে দেখতে চায় এলাকাবাসী

দেখতে দেখতে ৫ বছর পেরিয়ে দরজায় কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর মাত্র কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দৌড়-ঝাপ শুরু করেছেন সম্ভাব্য সব প্রার্থীরা। দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকার কেরানীগঞ্জেও বইছে নির্বাচনের গরম হাওয়া। আগামী ইউপি নির্বাচনে কেরানীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ন এলাকা জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে জোড়েসোরেই শোনা যাচ্ছে হাজী নাসির উদ্দিনের  নাম।

জানা যায় জিনজিরা  ইউনিয়ন আওয়ামীলীগের এই নেতা  স্থানীয় রাজণীতিতে একজন জনপ্রিয় ও ত্যাগী ব্যাক্তিত্ব। জিনজিরা  ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সকলের আপনজন হিসেবে পরিচিত।  আওয়ামীলীগের এই নিবেদিত প্রান ঢাকা-৩ এর সংসদ সদস্য নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের একজন পরীক্ষিত ও আস্থাভাজন হিসেবে সবসময় এলাকাবাসীর সুখ দুঃখে পাশে থেকে সফলতার সাথে তাদের সেবা করে আসছেন। তাই তিনি এলাকাবাসীর আরো কাছে থেকে এলাকার উন্নয়নে কাজ করার জন্য এবার ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করছেন।

 

 

এলাকার মুরব্বী থেকে শুরু করে তরুণ ভোটার সবার মুখেই আগামী ইলেকশনে মেম্বার হিসাবে মানিক রাজের নাম শোনা যাচ্ছে। ১ নং ওয়ার্ডের প্রতিটি আনাচে কানাচে তার পোষ্টার ফেস্টুন, ও দলমত নির্বিশেষে মানিক রাজের পক্ষে এলাকাবাসীর প্রচারনাই প্রমান করে তার জনপ্রিয়তা।

 

 

 

এলাকার তরুণরা বলেন, আমরা এবার প্রথম ভোট দিবো। আমরা চাই আগামী নির্বাচনে নাসির ভাইকে মেম্বার পদে এ ভােট দিবো। সে মেম্বার না হয়েও এলাকার স্বার্থে জনগনের সেবায় যেভাবে কাজ করে তা অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি এলাকার তরুণদের আইডল । আমরা তরুণরা নাসির ভাইয়ের মানবসেবা মূলক কাজ দেখে ভালো কাজ করার অনুপ্রেরনা পাই।   এলাকার সকল তরুনদের একটাই চাওয়া নাসির ভাইকে আমরা মেম্বার হিসাবে দেখতে চাই।

এ বিষয়ে জানতে চাইলে হাজী নাসির উদ্দিন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে  আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। দল  আমাকে যে ভাবে নির্দেশ দিয়েছে, বিপু ভাই শাহীন ভাই, সেসব নির্দেশনা মেনেই আমি সর্বদা এলাকাবাসীর কল্যানে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে আরো উন্নত, আধুনিক করতে, এলাকা থেকে মাদক, যৌতুক, জুয়া, দুর্নীতি, বাল্য বিবাহ রোধ করতে ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসাবে সকলের সমর্থন ও দলীয় প্রধান ও নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করছি। আমি দৃঢ় বিশ্বাস রাখি এলাকার জনগনের  ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনসা আল্লাহ আমি জয়ী হবো।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণ সম্বলিত পঞ্চাশ হাজার লিফলেট বিতরণ

স্বাধীনতা সংগ্রামের প্রথম ডাক প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নতুন …

error: Content is protected !!