পথিক
আসা-যাওয়ার পথের ধারে
নামহারা এক পথিক আমি
কোথায় ছিলাম কোথায় যাব
জান শুধু তুমি হে অন্তর্যামী।।
কত স্মৃতি রইল পড়ে হায়
জীবন মরুর বালুকাবেলায়
সবকিছু ফেলে এই মরুপথে
যেতে হবে গো মূল ঠিকানায়
ডাক আমায় হে জগৎস্বামী।।
এই মাটিতে মিশে যাবে সব
অসাড় দেহ মিশে যাবে কোন গহীনে
কোনোদিন আর দেখিবে না কেহ
সে কথা পড়ে বারবার মনে
করো না প্রভু শেষ বিচারে আসামি।
লেখক: মো: জেহাদ উদ্দিন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]