মো: জেহাদ উদ্দিনের কবিতা দুরন্ত শৈশব আমারও ছিলো

একদিন দুরন্ত শৈশব আমারও ছিল

এই বাংলার খালে-বিলে-মাঠে
ডাংগুলি, গুডি-দাড়া কাবাডির দিন!

আমারও ছিল সেই দুরন্তপনা
যেমন এ রাস্তার ধারে সেই প্রমত্তা খাল
আমার শৈশবের মতোই
আজ সে গুণে শুধু মৃত্যুর প্রহর!

আমার ছোট্টবেলার মিতালির দিন
এক দুই তিন করে কানামাছি ভোঁ
কত রঙ মেখেছি ধূলোমাখা পথে!

বড় হয় বলে আমি সব চলে যায়
এ কেমন বড় হওয়া–মিতালিবিহীন!

লেখক: মো: জেহাদ উদ্দিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

মো: জেহাদ উদ্দিনের কবিতা গ্রাম

আমাদের ছোট বেলা ছিল এক গ্রাম বর্ষার জলে মোরা নাও দৌঁড়াতাম। সবুজ শ্যামল ছায়ে ছিল …

error: Content is protected !!