ঘন ঘোর ঝঞ্ঝা
অমানিশা রাত্রি
হাল ছেড়ে দিও না
সুদূরের যাত্রী।
সব আলো নিভে যাক
জ্বালো আলো হৃদয়ের
গতি হারা জগতে
তুমি আন গতি ফের।
ঢাক ঢাক গুঁড় গুঁড়
কালো মেঘ গর্জন
বৃষ্টির বদলে
হয় শিলা বর্ষণ
বিদ্যু্ৎ চমকায়
এ কী মহা তর্জন
ভয়ে সব জড়োসড়ো
থর থর কম্পন।
এই ঘোর দুর্দিনে
পথে যেন থেমো না
হাল ধরে থেকো তুমি
খুঁজে পাবে মোহনা।
যুদ্ধের দামামা
বাজে শোন ঈষাণে
বিজয়ের বার্তা
তুলে ধর নিশানে।
তুমি শুধু সামনে
হবে সদা আগুয়ান
তুমি বীর বাহাদুর
তুমি সেরা পাহলোয়ান।
জোর পায়ে চল ভাই
নাই ডর নাই ভয়
অমানিশা হবে শেষ
আঁধারের হবে লয়।
কবি: বিশিষ্ট নজরুল গবেষক ও উপ-সচিব
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]