একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছেন তাঁরা। পেছনে কক্সবাজারের বিশাল সমুদ্রের ঢেউ খেলা করছে। ছবিতে কালো শার্ট ও কালো চশমা চোখের মানুষটি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। পাশ থেকে তাঁকে জড়িয়ে ধরা মানুষটি অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী। পরিচালকের বুকে তাঁর হাত, মুখে হাসি।
গতকাল ১৮ ডিসেম্বর আদনান আল রাজীবের ভেরিফায়েড ইনস্টাগ্রামে দেখা গেল এ ছবি। ক্যাপশনে লেখা, ‘ভালোই লাগে’। মুহূর্তেই ভাইরাল এ ছবি। ফেসবুক গ্রুপে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা।
২০১৮ সালের ১১ আগস্ট। সেদিন আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করেন মেহ্জাবীন চৌধুরী। ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও মুখ খোলেননি কেউ। এর মধ্যেই প্রকাশিত হলো এ ছবি।