মেলায় “টেকনাফ ব্লাড ফাউন্ডেশন”এর বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্পেইন

আজিজ উল্লাহ,উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়ায় হস্ত,বস্ত্র ও কুটিরশিল্প মেলা উপলক্ষে দু-দিন ব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনমূলক ক্যাম্পেইন কর্মসূচি পালন করেছে টেকনাফ ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন।

”আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করি রক্ত দান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বছর এই সংগঠনের সূচনা লগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্ম সূচির আয়োজন করা হয়েছে তারাই ধারাবাহিকতায় বাণিজ্য মেলায় বিভিন্ন লোকসমাগমণের সুযোগে তাদের সচেতনতা মূলক ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে।

জানা যায়, শুক্রবার ( ১০ ফেব্রুয়ারী) বিকাল ৩ টা থেকে শুরু হয়ে রাত ১০ ও পরের দিন একই সময়ে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। এই কর্মসূচির মাধ্যমে মেলায় ঘুরতে আসা প্রায় ৮০০ জন নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।ক্যাম্পেইনটি পরিচালনা করেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির টেকনিশিয়ান মো.ইসহাক মনজুর আলম ও রিদুয়ান হোসেন।

প্রতিষ্ঠাতা এডমিন,উম্মে ফারজানা কাউছার শিমু ও ইউছুফ মোহাম্মদ বাপ্পির সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া এতে আরো অংশ নেন সংগঠনের উপদেষ্টা সদস্য আমজাদ হোসেন খোকন, (চেয়ারম্যান), মো. আয়ুব আলী,ও মো শহিদ উল্লাহ। রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে সহায়তা করেন মোহাম্মদ জসিম উদ্দিন, আবদুল কাদের,শাকেরা বিনতে রিয়া,আকতার মিয়া,জামাল আহমেদ,তানজিম আহম্মেদ সোহেল,আবু তারেক, মো. আলমগীর, রোজিনা আক্তার,জান্নাতুল মিনা,মো. আব্দুল্লাহ, মো.রহিম উল্লাহ সোহাগ, হাফেজ বেলাল উদ্দিন,মাঈন উদ্দিন ভূট্টু, নুরুল আমিন, বেলাল উদ্দীন জীবন,মোহাম্মদ আয়াছ, সোয়াইব হাবিবী,মোঃশাকের তানিম।

টেকনাফ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন উম্মে ফারজানা ও ইউছুফ মোহাম্মদ বাপ্পি বলেন,” রক্তের গ্রুপ জানা থাকলে রক্তের প্রয়োজনে প্রসূতি মায়ের সিজারের সময় রক্ত দরকার হয়, সড়ক দুর্ঘটায় কবলিত মানুষের রক্তের দরকার হলে ব্লাডগ্রুপ জানা থাকলে তাৎক্ষণিক ব্লাড ডোনেশন করা যায়। এছাড়া ক্যান্সারসহ রক্ত শূন্য বিভিন্ন মানুষ গ্রুপ জানা থাকলে অনায়াসে ঠিক সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবসহ মানবতার খাতিরে যেকোন মানুষকে রক্তদান করতে সহায়তা করে তার জন্য ফ্রীতে এই মানবিক কাজ করা হচ্ছে মানুষ অন্যান্য মেডিক্যাল থেকে রক্তের গ্রুপ নির্ণয় করতে শ-দেড়শ টাকা লাগে যা এই সংগঠন বিনামূল্যে করে যাচ্ছে ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!