মেরিনড্রাইভে ইজিবাইক দুর্ঘটনায় ফ্রেশ কোম্পানির কর্মী নিহত

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া জালিয়াপালংয়ের মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে মেরিনড্রাইভস্থ এলাকায় ইজিবাইক( টমটম) দুর্ঘটনায় ফ্রেশ কোম্পানির একজন পানি সরবরাহকারী যুবক নিহত হয়েছে।

জানা যায়, রবিবার (৬ নভেম্বর) দুপুর ১.৩০ টার সময় ফ্রেশ কোম্পানির পানির বোতল ভর্তি ইজিবাইক দুর্ঘটনায় পটুয়াখালী সদরের কড়িপাইকা এলাকার আলাউদ্দিনের মাঝের ছেলে মো. শামিম আহমেদ(২৫) নিহত হয়েছে।

নিহত যুবক টেকনাফের বাহারছড়া পুরানপাড়া রফিক নামক একজন পানি ব্যবসায়ীর এসআর হিসেবে বাহারছড়াসহ জালিয়াপালংয়ের বিভিন্ন জায়গায় দোকানের পানি সরবরাহের কাজ করত।
ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুল আলম প্রকাশ তুয়ান মাঝি জানান, ” মেরিনড্রাইভে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে নয় তাদের নিজস্ব পানি ভর্তি টমটম ওভার লোডের কারণে উলটে গিয়ে ঘটনাস্থলে মাথার মগজ বের হয়ে মারা গেছেন এবং সেই যুবক টমটমের সামনে চালকের পাশে বসা ছিল। টমটমের লোহার রড তার মাথায় ঢুকে এবং পিচঢালায় সড়কের সাথে চাপে পড়ে মূলত মারা গেছে।”

ইনানী ফাঁড়ির এএসআই সাইদুল জানান, নিহতের পরিচয় পাওয়া গেছে তার পরিবারের সাথে যোগাযোগে করার চেষ্টা চলছে এবং লাশ পোস্টমর্টেম করার সেই প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!