আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া চৌকিদার পাড়ার নুরুল আমিন(২২) নামের এক তরুণকে মিয়ানমারে বন্ধক রেখে ইয়াবা আনা হয় বলে অভিযোগ ওঠেছিল শহীদুল্লাহ গ্যাংয়ের বিরুদ্ধে। পরবর্তীতে সেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করার একটা ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। ঘটনাটি ঘটেছিল গত বছর ২০২২ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে।
এদিকে দীর্ঘ প্রায় ৬মাস পর সেই নুরুল আমিনকে অভিযুক্ত একই এলাকার হাফেজ আহমেদের ছেলে মনসুর আলম তার দলবল নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণির পয়েন্ট থেকে কিডনাফ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে মারধরের শিকার হয়েছে।
শনিবার ( ৭ জানুয়ারি) রাত ১০ টার সময় এই ঘটনা সংঘটিত হয়। পরে মনসুর আলমের লোকজন তাকে থানাতে নিয়ে যাওয়ার কথা বলে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সেই মিয়ানমার থেকে আসছে নাকি এতদিন অন্য কোথায় স্বদিচ্ছায় নিখোঁজ ছিল তা জানা যায়নি। লাবণী পয়েন্ট নুরুল আমিনকে মনসুরের দলবল ব্যাপক মারধর করে এসময় মনসুরকে না চেনে বলেও অভিনয় করে নরুল আমিন কয়েকজন প্রত্যক্ষদর্শী এমন টা জানিয়েছেন।