মো:মীর মারুফ তাসিনঃ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইন কম্পিউটার সায়েন্স’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আজ ৫ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. এম. কোরবান আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, কলামিস্ট, লেখক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) শিক্ষক প্রফেসর ড. এম. কায়কোবাদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. হায়দার আলী।
সিএসই বিভাগের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সোয়েব আব্দুল্লাহ, আলি হোসেন প্রমুখ।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের সেমিনার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
[sharethis-inline-buttons]