মানবতা বিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইদ্রিস আলী (৬২) নামের মানবতাবিরোধী অপরাধ (যুদ্ধাপরাধীর ) মামলার বিচারাধীন আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে বাগেরহাটের কচুয়া থানার যশোরদি গ্রামের গফুর মোল্লার পুত্র।

শনিবার (১৭ই ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে দশটার  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুভাষ কুমার ঘোষ জানান, ইদ্রিস আলী বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। এর আগেও সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছিল। আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

শিক্ষক হত্যার আসামিই স্কুল পরিচালনা কমিটিতে,ঘুরেন প্রকাশ্য দিবালোকে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক হত্যার আসামিই রয়েছে স্কুল পরিচালনা কমিটিতে।আবার প্রকাশ্য দিবালোকেই ঘুরে বেড়ান তিনি।যাকে দেখলেই …

error: Content is protected !!