মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

শেখ জাহান রনি, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ মাধবপুর বিদ্যুতস্পৃষ্ট হয়ে তনয় দেব(১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তনয় দেব একই গ্রামের তুলসী দেবের ছেলে।

এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় আনুমানিক ৭টা দিকে তুলসী দেবের বাড়ির পানি তুলার সাবমার্সেল কাজের জন্য বাতির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়।

এ সময় হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুরে একটি প্রাইভেট ক্লিনিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আন্দিউরা ইউনিয়নের ঐ এলাকার স্থানীয় মেম্বার মেম্বার মোঃ সাদেক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!