শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ি গেইটের পাশে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উসমান গনি (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।উসমান গনি শাহপুর গ্রামের হাসিব আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতেসহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এ অভিযান পরিচালনা করেন। মাধবপুর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমহিউদ্দিন বলেন, মাধবপুরে যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান থাকবে।