শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুরে রাস্তা সংস্কারে ইটের সলিং এর উপর সলিং, এই অনিয়মের বিষয়ে অভিযোগ দাখিল ও সংবাদ প্রকাশের পর কাজের বিল উত্তোলন স্থগিত করা হয়েছে বলে মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানিয়েছেন।
উপজেলার জগদীশপুর ইউনিয়নের কাবিখা’র বিশেষ বরাদ্দে ৩য় পর্যায়ের জগদীশপুর ডিসি রোড হতে চারাভঙ্গা রেল লাইন পর্যন্ত রাস্তায় ইট সলিং বাবদ ১লক্ষ টাকা বরাদ্দ আসে। উল্লেখিত প্রকল্পের মাটির কাঁচা রাস্তায় ইট সলিং না করে জগদীশপুর বাজারের পূর্ব দিকে জাকারিয়া চৌধুরীর বাড়ী পর্যন্ত ইটের সলিং এর উপর পুনরায় ইট সলিং এর কাজ করা হয়। এ অনিয়মের প্রতিবাদে জগদীশপুর গ্রামের ৩৩জন লোকের স্বাক্ষরিত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত ২৭ জুন দাখিল করেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সন্তোষপুর গ্রামের মনির খান সহ বেশ কয়েকজন লোক জানান, ওই রাস্তাটি পূর্বেই ইট সলিং করা হয়েছিল। বর্তমানে ইট সলিং এর উপর আবার সলিং করা মানে তেল মাথায় তেল দেওয়া। এই অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ গ্রামের কাঁচা রাস্তাগুলো সলিং করার জোর দাবি জানান।