মাদক সম্রাট’ কালা জরিপ আটক

ঢাকার কেরানীগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট জরিপ ওরফে কালা জরিপ ও তার ৩ সহযোগীকে আটক করেছে র‌্যাব-১০। অভিযানে কালা জরিপের সহযোগী আনিসুর রহমান (৩৮), জাহিদ ওরফে বাবু (৪৫) ও ঝুমুর আক্তার (২৬) কে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) র‌্যাব-১০’র অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ১ টি টেজার গান, ১টি এয়ার পিস্তল, ১ টি রাম দা, ১ টি ছোরা, ১ টি চাকু, ১ টি লোহার এসএস পাইপ, ১ টি কাঠের লাঠি, ৫শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল বিদেশী মদ, ১ টি গাড়ি, ৭ টি মোবাইল ফোন ও নগদ এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।

তিনি বলেন, কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় ডিস ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর যাবত তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অবৈধ ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্নি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এইসব কাজে কেউ বাঁধা প্রদান করলে তার নেতৃত্বে বাধাদানকারীকে মারধর এবং প্রয়োজনে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করত না। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ১০টি মামলাসহ অনেক অভিযোগ রয়েছে।

তার সহযোগী আনিছুর রহমানের দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় একটি এসএস ওয়ার্কশপ রয়েছে। সে উক্ত ব্যবসার আড়ালে জরিপের সাথে মাদক ব্যবসাসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের প্রধান সহযোগি হিসেবে কাজ করত। এছাড়া আনিছুর এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলাসহ ০২টি মামলা রয়েছে।

তিনি বলেন, রহিম ঐ থানার বসুন্ধারা রিভার ভিউ এলাকায় গার্মেন্ট ব্যবসা রয়েছে। সে উক্ত ব্যবসার আড়ালে জরিপের সাথে উক্ত এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডের অন্যতম সহযোগি বলে জানা এ কর্মকর্তা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী পলাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত …

error: Content is protected !!