মাছের প্রজেক্টের আড়ালে ইয়াবার কারবার, কারাগারে এরশাদুল

রাজধানীর উত্তরা থেকে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার কক্সবাজার জেলার মাদক চোরাকারবারি এরশাদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে এরশাদুলের আইনজীবী জামিন আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবাসহ এরশাদুল হককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তরের একটি দল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়। গ্রেফতার এরশাদুল কক্সবাজার সদরের নুরুল হকের ছেলে।

সূত্র জাগো নিউজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেরাণীগঞ্জে র‌্যাবের হাতে মলম পার্টি চক্রের ০২ সদস্য গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মলম পার্টি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ১৭ ডিসেম্বর …

error: Content is protected !!