ঢাকা মাওয়া হাইওয়ের বঙ্গবন্ধু মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে মোঃ হোসাইন শেখ(২৪) ও মোঃ ইমন(১৯) নামে দুই জন নিহত হয়েছে। ২২ নভেম্বর দিবাগত রাত ২ টার দিকে মহা সড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই রাস্তায় থেমে থাকা ট্রাকের ড্রাইভার এবং অপর ট্রাকের হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক উৎপল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুরে থেকে ছিলো।
এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ড্রাইভার ও অপর হেলপার নিহত হয়। হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকেই নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।