মরা গরুর মাংস বেচে দুই ভাই জেলে

যশোরের বেনাপোলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুই ভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলম ও মানিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে তাদেরকে এক মাসের জেল দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক কসাই ও তার ভাই আলম কসাই দীর্ঘদিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!