মরহুম হাজ্বী খালেক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন ২ অনুষ্ঠিত

মরহুম হাজ্বী খালেক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ সিজন ২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পূর্ব জাজিরা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পূর্ব জাজিরা বালুর মাঠকে ৫-৪ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয় কে.বি.এফ.সি।

গত ১০ সেপ্টেম্বর শুরু মোট ১২ টি দল এ ফুটবল টুর্নামেন্ট অংশনেন। প্রতিভা সংঘের সভাপতি হাজি সুরুজ্জামান সার্বিক সহযোগিতায় হাজি মোঃ আবুল কাশেম মন্ডল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম.ই মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারন সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া রহমান, কোন্ডা সাত নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম রফিক,আবদুর রহমানসহ প্রমুখ।

৫০মিনিটের খেলায় ২৫ মিনিট পর হাফ টাইমে পর খেলা ১+১সমতায় ড্র হয়। রেফারি রিপন মিয়া প্লান্টি সটে ৫ জন করে বল সুট করলে ৪+৫ খেলায় গোলে খাসমহল বালুরচর ফুটবল ক্লাব(কে.বি.এফ.সি) চ্যাম্পিয়ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ধলেশ্বরীতে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু আনলোডিং; হুমকির মুখে তীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ

কোনো ধরনের অনুমতি ছাড়াই কেরানীগঞ্জে ধলেশ্বরী তীরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে আশে পাশের …

error: Content is protected !!